দেশে এখন
0

‘ভাইরাল ভিডিওটি বার্ষিক অনুষ্ঠানের যেমন খুশি তেমন সাজো পর্ব’

যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের করা ফিলিস্তিনি নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। শিক্ষার্থী ও শিক্ষকরা বলছেন, ভিডিওটি বার্ষিক অনুষ্ঠানে তাদের অংশগ্রহণে মঞ্চায়ন নাটক। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, 'ভিডিওটি মাদ্রাসাটির বার্ষিক অনুষ্ঠানের যেমন খুশি তেমন সাজো পর্ব। যেখানে ককসিট দিয়ে শিক্ষার্থীরা নকল অস্ত্র বানিয়ে উপস্থাপন করে।'

সুসজ্জিত মঞ্চ। মঞ্চে হাঁটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ। সবার পরণে সাদা পায়জামা, মাথায় টুপি। মঞ্চটির একটি কোণে সুসজ্জিত ডায়েস। ডায়েসের দু’পাশে কালো পোশাক সাদৃশ্য পরিধান করে দুই ব্যক্তি অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে দাঁড়িয়ে। প্রায় একই ধরনের সাদা পোশাক পরহিত আরেকজন ডায়েসে আরবিতে দিচ্ছেন বক্তব্য।

বক্তব্য মাঝে মাঝে ‘আল্লাহ আকবর’ উচ্চারণ করে স্লোগানও দিচ্ছেন উপস্থিত দর্শনার্থীরাও। আরবিতে বক্তব্য দেওয়া ৫ মিনিট ৫০ সেকেন্ডের এমন একটি ভিডিও বুধবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা রাতে রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট রামনগর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। গত ১৭ ও ১৮ ডিসেম্বর মাদ্রাসাটিতে বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটকটি মঞ্চায়ন হয়।

মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, চলতি মাসের ১৭ ও ১৮ ডিসেম্বর মাদ্রাসাতে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গজল, বাংলা, আরবি, হামদসহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। ওই অনুষ্ঠানে ফিলিস্তিন মুসলমানের উপর নির্যাতনের দৃশ্য উপস্থাপন করেন মাদ্রাসার কিতাব বিভাগের তিন শিক্ষার্থী। তাদের একজন ফিলিস্তিন নেতা সেজে আরবিতে ভাষণও দেন। পাশে কর্কশিট ও কালো টেপ দিয়ে তৈরি ডামি অস্ত্র হাতে মুখবাঁধা দুজনের প্রহরা। এটা শুধু মাত্র অভিনয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, 'ভিডিওটি মাদ্রাসাটির বার্ষিক অনুষ্ঠানের যেমন খুশি তেমন সাজো পর্ব। ককসিট দিয়ে তারা নকল অস্ত্র বানিয়ে উপস্থাপন করে। ঘটনাটি ভাইরাল হবার পর পুলিশ রাতেই মাদ্রাসা পরিদর্শন ও ডামি অস্ত্রসহ অন্যান্য উপকরণ পুলিশ হেফাজতে রয়েছে।’ তাই ভিডিওটি নিয়ে বিভ্রান্ত না হবার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

ইএ