বার ও ক্যাফেতে আগুন লাগানোর অভিযোগে এরই মধ্যে সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বারের এক কর্মকর্তার সাথে বাকবিতণ্ডার জেরে ওই সন্দেহভাজন ভবনটির নিচতলায় অগ্নিসংযোগ ঘটান। জিজ্ঞাসাবাদের সময় এই তথ্য স্বীকারও করেছেন তিনি।
ভিয়েতনামের গোয়েন্দা বিভাগ জানায়, প্রত্যক্ষদর্শীদের অনেকেই ওই বারের আশেপাশে কড়া পেট্রোলের গন্ধ পেয়েছেন। পেট্রোলের কারণেই আগুন এতটা ভয়াবহ আকার ধারণ করেছে বলে সন্দেহ করছেন তারা।