দেশে এখন
0

প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশ হয়েছি: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশ হয়েছি, যৌক্তিক মনে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) সকালে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আশা করেছিলাম, প্রধান উপদেষ্টা রোডম্যাপ দেবেন। কিন্তু তিনি তা দেননি। এটা আমাদের হতাশ করেছে।’

তিনি বলেন, 'নির্বাচন নিয়ে প্রেস সেক্রেটারি ও প্রধান উপদেষ্টার বক্তব্য পরস্পর বিরোধী যা জনমনে বিভ্রান্ত সৃষ্টি করবে।'

নির্বাচনের সময় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে নেয়া উচিত উল্লেখ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

এসময় সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায়কে স্বাগতও জানান তিনি।

ইএ