এর আগে বুধবার মধ্যরাতে ইজতেমা ময়দান ও আশপাশের সড়কে উভয় গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোট তিনজন নিহত এবং অর্ধশত মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই তাবলীগ জামাতের মাওলানা সা'দ অনুসারীদের জোড় আয়োজনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়ের অনুসারীরা জোড় ইজতেমা পালন করেন। এরপর ২০ ডিসেম্বর থেকে মাওলানা সা'দ অনুসারীরা জোড় আয়োজনের সিদ্ধান্ত নিলে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়ে ইজতেমা ময়দানে অবস্থান নেয় জুবায়ের অনুসারীরা।
মঙ্গলবার সন্ধ্যা থেকে সা'দ অনুসারীদের ইজতেমা ময়দানে প্রবেশ ঠেকাতে ময়দানের চারপাশে ও বিভিন্ন সড়কের মোড়ে লাঠি হাতে পাহারা বসায় জুবায়ের অনুসারীরা। অন্যদিকে দেশের বিভিন্ন জেলা থেকে সা'দ অনুসারীরা ইজতেমা ময়দানের উদ্দেশ্যে বাস-ট্রাকযোগে আসতে থাকে।
মধ্যরাতে সড়কের বিভিন্ন পয়েন্টে সা'দ অনুসারীদের গাড়ি আটকে দেয় জুবায়ের পন্থীরা। এক পর্যায়ে রাত আড়াইটার দিকে মাওলানা সা'দ অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের দুইজন নিহত ও অন্তত অর্ধশত মুসল্লি আহত হয়েছেন।