অভিযান শুরু হলে ক্যামেরা দেখে দৌড়ে পালান মুরগী ব্যবসায়ীরা। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর কাপ্তান বাজারের চিত্র এটি। সড়ক বন্ধ করে প্রতিদিন এভাবে চলে মুরগির অবৈধ বাজার।
অবৈধভাবে বসা এই বাজার উৎখাত করতে অভিযানে নামে নিরাপদ সড়ক আন্দোলনের আয়োজনে যৌথ বাহিনীর অভিযান। উচ্ছেদ করা হয় রাস্তার পাশের ব্যবসায়ীদের। এসময় জব্দ করা হয় বেশ কয়েকটি দোকানের মুরগির খাঁচা।
ব্যবসায়ীদের দাবি, ইজারা নিয়েই দোকানের অনুমোদন দিয়েছে সিটি করপোরেশন।
কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ীর দাবি, দক্ষিণ সিটি কর্পোরেশনকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দিতে হয় তাদেরকে।
অভিযান শেষে সড়কের উপরে রাখা ৫টি ট্রাককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ইজারার মেয়াদ পাড় হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, পাঁচটা গাড়িকে আমরা ৫ হাজার টাকা করে জরিমানা করেছি। ইজারার একটা মেয়াদ থাকে। এখন খাস কালেকশন করা হচ্ছে। ইজারার কার্যক্রম চলমান আছে। যদি তারা টেন্ডার ড্রপ করে ইজারা গ্রহণ করেন তাহলে তিনি টাকা উঠাবেন।’
অভিযানের এক পর্যায়ে রাস্তার পাশে রাখা ভ্যান উচ্ছেদের সময় ক্ষিপ্ত হয়ে যান ব্যবসায়ীরা। বাকবিতণ্ডায় জড়ান ছাত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে।