আন্তর্জাতিক বাণিজ্য
0

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে দুর্নীতি দমন সংস্থার অভিযান

ইন্দোনেশিয়ার জাকার্তায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে তল্লাশি অভিযান চালিয়েছে দেশটির দুর্নীতি দমন সংস্থার তদন্তকারী কর্মকর্তারা। করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি নামক সামাজিক কর্মসূচির তহবিল অপব্যবহারের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) দুর্নীতি দমন সংস্থার এক মুখপাত্র তল্লাশি অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত এখনো জানায়নি।

রয়টার্সকে তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পেরি ওয়ারজিওরের অফিসেও অভিযান চালানো হয়েছে। তবে পেরি ওয়ারজিওরের অফিসে অভিযান চালানো হয়েছে কিনা এ বিষয়ে ব্যাংক ইন্দোনেশিয়ার (বিআই) মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তারা এ তদন্তকে সম্মান করে এবং তারা দুর্নীতি দমন সংস্থাকে সহযোগিতা করবে। গত সেপ্টেম্বরে দুর্নীতি দমন সংস্থা জানিয়েছিল, ব্যক্তিগত লাভের জন্য তহবিলের সম্ভাব্য অপব্যবহারের হয়েছে। সেজন্য কেন্দ্রীয় ব্যাংকসহ ফাইন্যান্সিয়াল রেগুলেটরদের মাধ্যমে পরিচালিত করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কর্মসূচিগুলোর তদন্ত হচ্ছে।

সে সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পেরি ওয়ারজিও বলেছিলেন যে, ব্যাংক অব ইন্দোনেশিয়া তদন্তে পূর্ণ সহযোগিতা করবে। তিনি আরো বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটিসহ অন্য সামাজিক কর্মসূচিগুলোর জন্য কঠোর নিয়ন্ত্রক ব্যবস্থা রয়েছে এবং এতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি পর্যায়ক্রমে হয়ে থাকে।’

এসব সামাজিক কর্মসূচির মাধ্যমে সাধারণত শিক্ষা, সামাজিক ক্ষমতায়ন বা ধর্মীয় ফাউন্ডেশনে অনুদান দেয়া হয়ে থাকে। মূলত একটি জরিপের পরই অনুদান দেয়া হয়। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ব্যাংক ইন্দোনেশিয়া দুই দিনের নীতিনির্ধারণী বৈঠক শুরুর আগে এ অভিযান চালানো হলো।

এএম