রাজনীতি
দেশে এখন
0

‘সংস্কার করবে রাজনীতিবিদরা, সংস্কার হবে সংসদে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার করবে রাজনীতিবদরা, সংস্কার হবে সংসদে। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না বলেও মন্তব্য করেছেন এই বিএনপি নেতা।

আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বিএসএমএমইউতে ড্যাব আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা এবং গণঅভ্যুত্থানের আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কার হতে হবে সংসদে, জনগণের মতাদর্শের বাইরে সংস্কার হলে ভুল হবে।’

আমির খসরু বলেন, ‘সংস্কার করবে রাজনীতিবদরা, সংস্কার হবে সংসদে। সংস্কারের মালিকানা জনগণের হাতে থাকতে হবে। আমরা কিছু লোক বসে এখানে সংস্কার করে ফেলব আর বাংলাদেশ এভাবে পঞ্চাশ বছর চলবে— এর থেকে ভুল ধারণা আর কিছু হতে পারে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা চলমান।’

একই অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কারের ধারক ও বাহক এবং সংস্কার কৃতিত্বের দাবিদার বিএনপি বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, ‘স্বাধীনতার উদ্দেশ্য থেকে দূরে চলে গেছে দেশ। রাষ্ট্র সংস্কার রাজনীতির বাইরে হলে সুফল বয়ে আনবে না। আগামীতে বিএনপি পরিপূর্ণভাবে ৩১ দফা সংস্কার করবে।’

এদিকে স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র গঠনের সুযোগ দেবে জনগণ বলেও জানান তিনি।

এএইচ