কুয়ালালামপুরে বাংলাদেশের দেয়া ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচে টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেছেন নিশিতা আক্তার নিশি।
এছাড়া হাবিবা ইসলাম তিনটি ও আনিসা আক্তার নিয়েছেন দুই উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৪৯ রান করে বাংলাদেশ।
এদিন ব্যাটারদের হয়ে সবচেয়ে বেশি ৪৫ রান করেন জান্নাতুল মাওয়া। সাদিয়ার ৩১, ফাহমিদা ছোঁয়ার ২৬ ও ইভার ব্যক্তিগত ১৯ রানও চ্যালেঞ্জিং পুঁজি পেতে সহায়তা করেছে।