দেশে এখন
0

ফরিদপুরে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু

ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। আজ (সোমবার, ১৬ ডিসেম্বর) বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ।

মেলায় কারু, চারু পণ্য, লোকজ, পিঠাপুলি সহ বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসেছে দোকানিরা। প্রথম দিনেই মেলায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

শহরের অম্বিকা ময়দানে দুপুর থেকেই নানা বয়সী দর্শণার্থীদের উপচে পড়া ভিড়। মেলায় বিভিন্ন পসরা নিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। কেউ বিক্রি করছেন শাড়ি, কামিজ আবার কেউ হাতে তৈরি কলাগাছের পণ্য, কেউবা পিঠাপুলি সহ নানা ধরনের নিজস্ব হাতে তৈরি পণ্য নিয়ে বসেছেন তারা। প্রথম দিনেই ক্রেতার উপস্থিতি ভালো জানালেন উদ্যোক্তারা।

নারী উদ্যোক্তা সোনিয়া সুলতানা বলেন, ‘নারী কর্মীদের হাতে তৈরি করা বিভিন্ন পোশাক বিক্রি করছি। এখানে শাড়ি কাপড়, কামিজ সহ বিভিন্ন পোশাকে হাতের কাজ শেষে বিক্রি করা হয়। প্রতি পিস শাড়ি ১হাজার ৫শ টাকা থেকে ৫হাজার টাকা পর্যন্ত রয়েছে। প্রথম দিনেই ক্রেতাদের ভালো সাড়া পেয়েছি।’

আরেক উদ্যোক্তা আসমা বলেন, ‘আমি পিঠা পুলি নিয়ে বসেছি। ভালোই বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের পিঠা রয়েছে। এছাড়া কেকও বিক্রি করছি।’

আরেক উদ্যোক্তা স্মৃতি আক্তার বলেন, ‘কলাগাছ, পাট ও হোগলা পাতা দিয়ে তৈরি করা পণ্য বিক্রি করছি। আমাদের পণ্য দেশের বাইরে পাঠিয়ে থাকি। মেলায় বিভিন্ন পণ্য রয়েছে আমাদের স্টলে। বিশেষ করে ব্যাগ, ফুলের টপ, বক্স সহ নানা সামগ্রী।’

জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেন, ‘বিজয় দিবসে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এখানে নারী উদ্যোক্তারা তাদের নিজের হাতে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে বসেছেন।’

উৎসবের আমেজ ধরে রাখতেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক আরো জানান, প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলার প্রদর্শনী। এছাড়া প্রতিদিন সন্ধ্যা থেকে মেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বিভিন্ন ধরনের ২৭টি স্টল রয়েছে।

এএইচ