ক্রিকেট
এখন মাঠে
0

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ঘোষণা আফগানিস্তানের

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আফগানিস্তান স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। স্কোয়াডে চমক রশিদ খানের প্রত্যাবর্তন।

প্রায় তিন বছর নয় মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে বক্সিং ডে টেস্ট দিয়ে আবার সাদা পোশাকে ফিরতে যাচ্ছেন রশিদ। দলের আরেক চমক সেদিকউল্লাহ আতাল। তিনি আফগানিস্তানের পক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে পরিচিত হয়ে গেলেও টেস্ট ম্যাচ এখনও খেলা হয়নি।

দলে রয়েছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই, বাঁহাতি ফাস্ট বোলার ফরিদ আহমেদ মালিক ও টপ অর্ডার ব্যাটার রিয়াজ হাসান। তারা সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য স্কোয়াডে ছিলেন তবে এখনও তাদের টেস্ট অভিষেক হয়নি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে ৭২৩ রান ও বল হাতে ১২ উইকেট নিয়ে দলে ফিরেছেন ইসমত আলম। টেস্ট ম্যাচ দুইটির প্রথমটি শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর।

এসএস