প্রায় তিন বছর নয় মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে বক্সিং ডে টেস্ট দিয়ে আবার সাদা পোশাকে ফিরতে যাচ্ছেন রশিদ। দলের আরেক চমক সেদিকউল্লাহ আতাল। তিনি আফগানিস্তানের পক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে পরিচিত হয়ে গেলেও টেস্ট ম্যাচ এখনও খেলা হয়নি।
দলে রয়েছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই, বাঁহাতি ফাস্ট বোলার ফরিদ আহমেদ মালিক ও টপ অর্ডার ব্যাটার রিয়াজ হাসান। তারা সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য স্কোয়াডে ছিলেন তবে এখনও তাদের টেস্ট অভিষেক হয়নি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে ৭২৩ রান ও বল হাতে ১২ উইকেট নিয়ে দলে ফিরেছেন ইসমত আলম। টেস্ট ম্যাচ দুইটির প্রথমটি শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর।