ফুটবল
এখন মাঠে
0

ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। গত অক্টোবরে সুইডেনের স্টকহোমে ঘুরতে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সে সময় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে।

এমবাপ্পের বিরুদ্ধে অভিযোগ উঠার পর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছিল। তবে এর সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় তদন্ত প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা বলেন,‘স্টকহোমে রাজধানীর হোটেলে সংঘটিত ঘটনায় তদন্ত কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের কাছে নেই।’

এএম