এস্তাদিও দে লা সিরামিকায় শুরুটা ছিল সমানে সমান। প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ পেলেও কাজে লাগানো হয়নি কারোরই। আক্রমণের প্রচেষ্টা থাকলেও কোনো দলকেই খুব বেশি আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায়নি। খেলা আটকে ছিলো মাঝমাঠেই।
আরও পড়ুন:
যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙেন রিয়াল স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ভিনিসিয়াসের আক্রমণ থেকে সহজ ফিনিশ করেন এ ফ্রেঞ্চ স্ট্রাইকার। রিয়াল এরপর আধিপত্য দেখালেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত।
ইনজুরি টাইমের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। এ জয়ের পর ২১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫১।





