ছেলেদের ক্রিকেটে এই শতকে ট্রফি এখনো অধরা। তাই ক্রিকেটপ্রেমী বাঙালির কাছে আইসিসির ট্রফি যেন এক উন্মাদনার নাম।
দূর দুরান্ত থেকে একনজর স্বপ্নের ট্রফি দেখতে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। তবে মূল লড়াইয়ে কেমন করবে টাইগাররা তা নিয়ে পাওয়া গেল মিশ্র প্রতিক্রিয়া।
ভক্তদের একজন বলেন, 'আমি চাই বাংলাদেশ এবার ট্রপি জিতুক।'
আরেকজন বলেন, 'বাংলাদেশ যে কোয়ালিটিতে খেলছে তাতে সেভাবে আশা রাখতে পারছি না এই দলের উপর।'
অনেক দর্শকের চাওয়া সাকিব-তামিম আবারো ফিরুক চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের অংশ হিসেবে কক্সবাজার ঘুরে এই মুহূর্তে ঢাকায় রয়েছে ট্রফিটি। তবে নেই তেমন কোনো প্রচার। অনেকে শপিং মলে এসে জানতে পেরেছেন ট্রফি প্রদর্শনীর কথা।
দর্শকদের একজন বলেন, 'সাকিব-তামিম আবারো খেলুক। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু আশা করা যায়।'
দর্শকদের আরেকজন বলেন, 'বাংলাদেশে যে এই ট্রফি আসছে তা জানতামই না। এখানে এসে জানতে পেরেছি।'
১৩ ডিসেম্বর এই ট্রফি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রদর্শন শেষে যাবে দক্ষিণ আফ্রিকায়। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং ভারত হয়ে জানুয়ারির ২৭ তারিখে পুনরায় পাকিস্তানে ফিরবে ট্রফিটি।
গেল আসরে খুব কাছে গিয়েও ছোঁয়া হয়নি এই ট্রফিটি। সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ না হলেও টাইগারদের কাছে দর্শক সমর্থকদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী। ট্রফি হাতে নিয়ে বাংলাদেশ দল ফিরতে পারবে কিনা এজন্য অপেক্ষা করতে হবে মাত্র মাস তিনেক।