তাবিথ আউয়াল নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি পূর্ণতা পাওয়ার পর প্রথম আর নির্বাচনের পর দ্বিতীয় সভা হয় ফুটবল ফেডারেশনের। তার আগে রেফারিদের সঙ্গে সাক্ষাৎ করে বাফুফের নির্বাহী কমিটি। সেখানে তাদের দাবি-দাওয়ার বিষয়টি শুনে আগামী বছর থেকে সম্মানী বাড়ানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন।
বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, 'বাফুফের মান উন্নয়নের লক্ষ্যে ফুটবল রেফারিস অ্যাকাডেমি গঠন করা হবে। রেফারিদের সাথে কথা হয়েছে ভাতা বাড়ানোর বিষয়ে। আগে ছির চার হাজার টাকা, সেটা করা হয়েছে পাঁচ হাজার টাকা। চতুর্থ রেফারি ছিল সাড়ে তিন হাজার, সেটা করা হয়েছে সাড়ে চার হাজার টাকা। আর আমাদের রেফারিরা একেকটি জায়গায় খেলা পরিচালনা করতে যায়, সেটার কনভেন্সের জন্য রেখেছি আড়াই হাজার টাকা।'
নারী দলের কোচ পিটার বাটলার ও পুরুষ দলের কোচ হাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মাসের ৩১ তারিখ। তাদের ব্যাপারে সিদ্ধান্ত না হলেও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের মেয়াদ দুই বছর বাড়িয়েছে বাফুফে।
আমিরুল ইসলাম বাবু বলেন, 'এই কাজগুলোর জন্য সাতদিনের মধ্যে সভাপতি আমাদের নিয়ে বসবেন। তখন সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয়া হবে।'
প্রথম সভায় স্ট্যান্ডিং কমিটিগুলোর শুধু চেয়ারম্যান মনোনীত করা হয়েছিল। দ্বিতীয় সভায় এবার নয়টি কমিটি পূর্ণাঙ্গ করেছে বাফুফে। তবে নির্বাচনের দুই মাস না পেরুতেই ২৯টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত করে প্রশ্নের মুখে পড়েছে ফেডারেশন। কারণ জেলা আর বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সবশেষ নির্বাচনে ভোট দিয়েছিলেন।
আমিরুল ইসলাম বাবু বলেন, 'বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৫ হবে, লিগ হবে, জেলার খেলাগুলো হবে। দেখা গেল আমরা কাউকেই পাচ্ছি না। এবং এই ৫ আগস্টের পরে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।'
বিলুপ্ত হওয়া ডিএফএফগুলোতে শিগগিরই অ্যাডহক কমিটি করে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেয়ার নির্দেশনা দিবে ফুটবল ফেডারেশন।