যুক্তরাষ্ট্রের ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে, আর্কটিকের ওপরে বায়ুমন্ডলের তাপমাত্রা ১৯৯০ সালের পর ২০২৪ সালেই সর্বোচ্চ ছিলো।
বিশ্ব উষ্ণায়ন আর দাবানলের কারণে যে পরিমাণ কার্বন গ্রহণ করা প্রয়োজন, তার তুলনায় অনেক বেশি নিঃসরণ করছে আর্কটিক। গবেষণা বলছে, বিশ্বের অন্য যেকোনো স্থানের তুলনায় টানা ১১ বছর ধরে দ্রুত উষ্ণ হচ্ছে উত্তরের মেরু অঞ্চল আর্কটিক।
বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় বর্তমানে ৪ গুণ দ্রুতগতিতে উষ্ণ হচ্ছে শ্বেতভল্লুকের আবাস এই মেরু অঞ্চল। হিমবাহ গলায় বহুবছর ধরে বরফের নিচে চাপ পড়ে থাকা মাটি থেকে বেরিয়ে আসছে কার্বন ডাইঅক্সাইড আর মিথেন।