ফের দাবানলের কবলে যুক্তরাষ্ট্র-জাপান

বিদেশে এখন
0

একই মৌসুমে ফের ভয়াবহ দাবানলের কবলে বিশ্বের দুই প্রান্তের দুই দেশ যুক্তরাষ্ট্র ও জাপান। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরে পোক কাউন্টি পুড়ছে তিনটি আলাদা দাবানলে।

এরই মধ্যে ব্ল্যাক কোভ, ডিপ উডস ও ফিশ হুক- এই তিন দাবানলে পুড়ে ছাই প্রায় পাঁচ হাজার একর এলাকা। আড়াইশ' কর্মকর্তা আগুন নেভানোর চেষ্টা করছেন। অন্যদিকে, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এতো দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ছে

সোমবার (২৪ মার্চ) প্রায় তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় প্রশাসন।

রোববার ওকায়ামা থেকে ছড়ানো আগুনে তামানো শহর পর্যন্ত পুড়েছে ৬শ' একরের বেশি এলাকা। আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে সামরিক হেলিকপ্টার।

ইএ