আফ্রিকা , এশিয়া
বিদেশে এখন
0

সারা বিশ্বে চলছে ক্রিসমাসের প্রস্তুতি

ইউরোপ থেকে এশিয়া ও আফ্রিকা। বিশ্বজুড়ে দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা, সান্তা ক্লজ, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান সেজেছে বর্ণিল রূপে। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন বছরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, সুখ-শান্তি এমন প্রত্যাশা সকলের।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। গেল কয়েক দশকের মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কারে নানা সমস্যায় জর্জরিত হলেও, দেশটিতেও লেগেছে ক্রিসমাসের ছোঁয়া।

আলোকসজ্জায় সজ্জিত হয়েছে দেশটির প্রধান বাণিজ্যিক শহর লাগোস। রাস্তার মাঝখানে সাজিয়ে তোলা হয়েছে নান্দনিক গির্জা। যেখানে বসে আছে সান্তা।

উজ্জ্বল এই আলোর খেলা দেখতে শহরটিতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। পুরোনো দুঃখ কষ্ট ভুলে বড়দিন ও নতুন বছরে আসবে সুখ ও সমৃদ্ধি এমন প্রত্যাশা সকলের।

নাইজেরিয়ার নাগরিক বলেন, ‘দুঃখ এবং হাসি নিয়েই বেঁচে আছি। বাস্তবতা অনেক কঠিন তারপরও আনন্দ উৎসবে যে যার মতো বড়দিন উদযাপন করবেন।’

আরেক নাইজেরিয়ান বলেন, ‘প্রতিবছরই আমরা পরিবারের সবাই মিলে এই দিনটি উপভোগ করি।’

বড়দিনের আঁচ লেগেছে আফ্রিকার আরেক দেশ কেনিয়াতেও। বর্ণিল আলোয় সেজেছে রাজধানী নাইরোবি।

শহরের পাশাপাশি রাজধানীর শপিংমলগুলো সাজানো হয়েছে আলোকসজ্জায়। বেড়েছে বেচাঁকেনা। কেনাকাটার উৎসবের আমেজে মেতেছেন বাসিন্দারা।

নাইরোবির এক বাসিন্দা বলেন, ‘ক্রিসমাসের অনুভূতি অন্যরকম। এটি আনন্দের সময়, ভালবাসা ছড়িয়ে দেয়ার সময়। দিনটির জন্য আমি অপেক্ষায় থাকি অন্যদের সাথে ভালবাসা উদযাপন করতে চাই। সব সম্প্রদায়ের মাঝে ক্রিসমাসের আনন্দ ছড়িয়ে দিতে চাই।’

আরেক নইরোবিয়ান বলেন, ‘অনেক সাজসজ্জা চলছে। ক্রিসমাস লাইট, ক্রিসমাস ট্রি রয়েছে। পরিবারের সাথে সময় কাটানোর জন্য ভালো সময়। সত্যিই খুব ভালো লাগছে। বছর শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্ত উপভোগ করার জন্য অপেক্ষা করছি।’

আফ্রিকার পাশাপাশি বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজেছে চীনের অন্তর্গত বিশেষায়িত অঞ্চল তাইওয়ান। তাইপের আকাশচুম্বী ভবনের আদলে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। চলছে এলইডি লাইটিং শো। লন্ডনের আদলে বানানো হয়েছে ক্লক টাওয়ার।

বড়দিন উপলক্ষে শহরের কেন্দ্রস্থলে বানানো হয়েছে থিম পার্ক। শিশুদের জন্য ছিল বিভিন্ন রাইড শেয়ারিংয়ের ব্যবস্থাও।

বড়দিন উপলক্ষে তাইপেতে চলছে ৪৮ দিনের মেলা। শিশু কিশোরদের পাশাপাশি উৎসবে মেতেছে তরুণ তরুণীরারও। পরিবার পরিজনসহ প্রিয়জনকে নিয়ে সময় কাটাচ্ছেন অনেকেই। প্রিয় মুহূর্ত মুঠোফোনেও ফ্রেমবন্দি করেছেন কেই কেউ।

ক্রিমসাসে ঝলমলে আলোয় সেজেছে চীনের সাংহাই শহর। সাংহাইয়ের তিনটি মার্কেট সাজানো হয়েছে বর্ণিল আলোকছটায়। ফুডকার্টের পাশাপাশি সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজসহ নানা আকৃতি। ক্রিমসাসের লম্বা ছুটিতে উৎসব আনন্দে মেতেছেন সবাই।

বড়দিনের আগে জাপানেও সাজ সাজ রব। জনপ্রিয় গেম সুপার মারিও'র আদলেও সাজানো হয়েছে রাজধানী টোকিওসহ বিভিন্ন শহর। রয়েছে চোখ ধাঁধানো এলইডি লাইট শো। শিশু কিশোরদের জন্য রাখা হয়েছে স্কেটিং গেমস। হিমেল হাওয়ার সঙ্গে শীতের অনুভূতি উৎসবে যোগ করেছে বাড়তি মাত্রা।

রঙিন আলো এবং বর্ণিল আলোকসজ্জায় সেজেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশই খ্রিষ্টান ধর্মাবলম্বী হওয়ায় উৎসব পেয়েছে বাড়তি মাত্রা। রাজধানীর ম্যানিলাসহ ১৬টি শহরে চলছে বড়দিনের প্রস্তুতি।

শহর থেকে অলিগলি রাস্তাঘাট, শপিংমল সবখানেই আলোর ঝলকানি। ক্রিসমাসের আবহে এলইডি লাইট দিয়ে তৈরি করা হয়েছে নান্দনিক সব স্থাপনা।

এএম