দেশে এখন
রাজনীতি
0

বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠনের ঢাকা টু আখাউড়া লংমার্চ

ঢাকা টু আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির তিন অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আজ (বুধবার, ১১ ডিসেম্বর) সকালে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লং-মার্চ পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে দলগুলো।

ভারতে বাংলাদেশের কূটনীতিক মিশনে হামলা, সেদেশের রাজনৈতিক নেতা ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য ও গণমাধ্যমের অপতথ্য প্রচারের বিরুদ্ধে এ লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।

সকাল থেকেই জাতীয় পতাকা, ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভিড় জমায় সমাবেশ স্থলে।

এসময় ভারতীয় আগ্রাসন রুখে দেয়ার দৃঢ় প্রত্যয় ছিলো আগত কর্মী সমর্থনকের মুখে। অন্যদিকে মার্চ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন এদেশের মানুষ দিল্লির দাসত্ব মেনে নিবে না।

ভারতীয় আগ্রাসন ও দিল্লির পররাষ্ট্রনীতির সমালোচনাও করেন বিএনপির এ মুখপাত্র।

এএইচ