ক্রিকেট
এখন মাঠে
0

ওয়ানডে সিরিজে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের ওপর ভরসা রাখছেন অধিনায়ক মিরাজ

দলের অনেক খেলোয়াড় না থাকায় তরুণদের সে সুযোগ কাজে লাগানোর কথা বলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজের প্রথম ওয়ানডেতে দলের অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের উপর ভরসা রাখছেন মিরাজ। সেন্ট কিটসে নতুন কোনো অর্জনের আশায় বাংলা এই অধিনায়ক।

ক্যারিবীয় দীপপুঞ্জে দীর্ঘ নয় বছর পর মিরাজের নেতৃত্বে টাইগারদের ডেরায় খুশির হাওয়া। সাদা পোশাকে রঙিন এক বাংলাদেশের প্রবর্তন। এবার পালা রঙিন পোশাকে সেন্ট কিটসে মিরাজ লিটনদের জ্বলে ওঠার।

পরিসংখ্যানে দেখলে ওয়ানডে ফরম্যাটে দুদলের কাউকে পিছিয়ে রাখার সুযোগ নেই। ৪৪ ম্যাচে সমান ২১ টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং উইন্ডিজ। তবে সবশেষ দুই সিরিজে বাংলাদেশের জয়জয়কার। হোয়াইটওয়াশ করার সুখস্মৃতিকে আবারো ফেরাতে চান মিরাজরা।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘এর আগে আমরা যখন উইন্ডিজে খেলতে এসেছিলাম আমরা তখন প্রায় সবগুলো ম্যাচে জিতেছি। ২০২২ সালের যখন এসেছিলাম তখন আমরা সিরিজ জিতেছিলাম। তার আগে যখন আমি ২০১৮ সালে এসেছিলাম তখন ৩০০ রানে বেশি করে আমরা জিতেছিলাম। ওয়ানডে খেলার মূল বিষয়টা হচ্ছে রান, তাই রান বেশি করলে বোলারদের জন্য সুবিধা হবে। আমরা সেটারই পরিকল্পনা করছি। আমাদের ব্যাটসম্যানরা কীভাবে বড় ইনিংস খেলতে পারে সেটা নিয়ে কথা হচ্ছে। আমরা উইকেটটা দেখে এসেছি সেই অনুযায়ী আমরা পরিকল্পনা সাজাবো।’

গায়ানায় সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগ শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগ শেষে রিশাদ আফিফদের সঙ্গে দলে এরই মধ্যে যোগ দিয়েছেন তানজিম হাসান সাকিবও। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে প্রত্যাশা আরো বেশি অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আরো বলেন, ‘এখন কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি। তাই যারা এখন ইনজুরির কারণে বাহিরে আছে তাদের জায়গার নতুন যারা ভালো খেলতে পারবে, দিনে শেষে তা আমাদের দল ও তাদের নিজেদের ক্যারিয়ারের জন্যও ভালো হবে। একই সঙ্গে ম্যাচ জিততে হলে সিনিয়র আমরা যারা আছি তাদের অনেক দায়িত্বটা নিয়ে খেলতে হবে।’

সেন্ট কিটসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এএম