ক্রিকেট
এখন মাঠে
0

রোববার ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের পর এবার ওয়ানডে সিরিজের লড়াইয়ে নামছে দুদল। শেষ টেস্টে জয়ের আত্মবিশ্বাস সঙ্গী হচ্ছে বাংলাদেশের। ওয়ানডে সিরিজে শুভসূচনা করতে চান তাসকিন-নাহিদ রানারা। সেন্ট কিটসে ম্যাচ শুরু রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

নয়নাভিরাম ক্যারিবিয়ানে প্রশান্তি ফিরেছে বাংলাদেশ দলে। মৃদুমন্দ বাতাসে প্রাণে ফিরেছে স্বস্তি। ঘর আর পরের মাঠ মিলিয়ে টানা ৫ টেস্টে হারের পর একটা জয় পেয়েছে টাইগাররা।

এবার সেই সুখস্মৃতি নিয়ে ওয়ানডের লড়াইয়ে নামছে দল। সাম্প্রতিক সময়ে জয়-হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দুই দলই। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরে কিছুটা ব্যাকফুটেই আছে বাংলাদেশ।

নিয়মিত অধিনায়ক শান্ত নেই। ইনজুরিতে দলে নেই মুশফিক। খেলার মত মন নেই সাকিব আল হাসানের। একেবারে আনকোরা দল নিয়েই মেহেদি মিরাজ নামছেন ক্যারিবিয়ান বধে।

তবে স্বস্তি দিচ্ছেন পেসাররা। উইন্ডিজের পেইসবান্ধব উইকেটে আগুন ঝরাচ্ছেন নাহিদ রানা-তাসকিনরা। সীমিত সংস্করণেও দলকে সেরা সার্ভিসটা দিতে প্রতিজ্ঞাবদ্ধ তারা।

বাংলাদেশ দলের পেসার নাহিদ রানা বলেন, ‘একটা জিনিসেই ফোকাস এখন মাঠে কীভাবে ভালো পারফর্ম করা যায় আর আমার টিমকে কীভাবে বেস্ট খেলা দেয়া উপহার দেয়া যায়। যেসব দেশে যাচ্ছি সেসব দেশের নতুন কন্ডিশনে নতুন কিছু শিখছি।’

বাংলাদেশ দলের পেসার তানজিম হাসান সাকিব বলেন, ‘ছোট ইনজুরির পরে এখানে এসেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না ইনজুরির পরে এখানে আমি আসছি।’

দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। অনুপ্রেরণার উৎস হতে পারে সেই সিরিজটাও।

ইএ