স্বাস্থ্য
দেশে এখন
0

আইসিসিবিতে তৃতীয়বারের মতো বাংলা মেড এক্সপো শুরু

দেশে মেডিকেল সরঞ্জামের প্রায় পুরোটাই আমদানি নির্ভর হওয়ায় এ বাবদে খরচ হয় বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা। আবার প্রয়োজনের সময় পাওয়া যায় না কোনো কোনো অত্যাবশ্যকীয় সরঞ্জাম বা পণ্য।

এরই মধ্যে দেশীয় কয়েকটি কোম্পানি কিছু কিছু মেডিকেল সরঞ্জাম উৎপাদন করলেও বাজারে রয়েছে আস্থার সংকট। কোম্পানিগুলো বলছে, দেশীয় এসব সরঞ্জাম বিদেশি কোম্পানিগুলোর তুলনায় গুণে-মানে কোনো অংশেই কম নয়। উপরন্তু দামেও সস্তা।

সংশ্লিষ্টরা বলছেন, দেশেই অনেক মেডিকেল সরঞ্জামাদি উৎপাদন সম্ভব। এজন্য প্রয়োজন উদ্যোক্তা ও আমদানিকারকের সদিচ্ছার। সেইসঙ্গে প্রয়োজন সরকারের নীতি ও আর্থিক সহায়তা।

এদিকে দেশের চিকিৎসা প্রযুক্তিতে নিত্য নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচিতির লক্ষ্যে তৃতীয়বারের মতো রাজধানীর কুড়িলে আইসিসিবিতে চলছে বাংলা মেড এক্সপো। ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

এক্সপোতে ১৫০টি স্টলে ২৫০টির বেশি কোম্পানির পণ্য প্রদর্শিত হচ্ছে। আয়োজকেরা জানায়, হাসপাতাল, ডাক্তার, প্যাথলজিস্ট, বিজ্ঞানী, ডিলার, ডিস্ট্রিবিউটর, আমদানিকারক, খুচরা বিক্রেতা এবং ক্রেতাদের সংযুক্ত করবে এ মেলা।

প্রদর্শনীতে বন্ধ্যাত্ব নিরাময়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। যেখানে বাংলাদেশ ছাড়াও বিদেশি চিকিৎসকরা সরাসরি এবং অনলাইনে রোগী দেখবেন।

এএইচ