বর্তমানে কোপাইলট ভিশন ফিচারটি সীমিত পরিসরে ব্যবহার করা যাচ্ছে। ব্যবহারকারীরা ফিচারটি শুধু এজ ব্রাউজার এবং নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন।
তবে মাইক্রোসফট জানিয়েছে, আগামীতে ফিচারটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। মাসিক ২০ ডলার ফি দেয়ার মাধ্যমে কোপাইলট ভিশনের সঙ্গে অতিরিক্ত কিছু স্পেশাল সুবিধা পাবেন যুক্তরাষ্ট্রের কোপাইলট প্রো গ্রাহকরা।
মাইক্রোসফট জানিয়েছে, ফিচারটি ব্রাউজারে সেশন হিসেবে আলাদাভাবে ম্যানুয়ালি চালু করতে হবে। যাকে মাইক্রোসফট ‘অপ্ট-ইন’ নাম দিয়েছে। প্রতিটি সেশন শেষ হলে ব্যবহারকারীর চ্যাট ডাটা সক্রিয়ভাবে মুছে ফেলা হবে।
ডাটা সুরক্ষা বিষয়ে মাইক্রোসফট বলছে, কোপাইলট ভিশন শুধু ওয়েবসাইট থেকে টেক্সট এবং ইমেজ বা ছবি বিশ্লেষণ করে থাকে। এছাড়া ফিচারটি প্রশিক্ষণ বা প্রসেসিংয়ের জন্য অন্য কোনো ডাটা ব্যবহার বা সংরক্ষণ করে না।
এর আগে ডাটা সুরক্ষা বিষয়ে মাইক্রোসফটের ‘রিকল’ নামের ফিচারের সমালোচনার পর কোম্পানিটি সতর্কতা সঙ্গে নতুন এই ফিচারটি চালু করেছে। কোপাইলট ভিশন এখন কোপাইলট ল্যাবসের মাধ্যমে গ্রাহকদের পরীক্ষার জন্য পাওয়া যাচ্ছে।—এনগ্যাজেট