দেশে এখন
0

ভুক্তভোগীদের সেবায় খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হটলাইন নম্বর

ভুক্তভোগীদের সেবায় খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দুটো হটলাইন নম্বর দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ (মঙ্গলবার, ৭মে) সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, 'মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আগামীকাল দুটো হটলাইন নম্বর দেয়া হবে, যেখানে ভুক্তভোগীরা কল করে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া চালের বস্তার গায়ে ধানের নামের ব্যবহার ও মিলগেটের দাম অনুযায়ী চাল বিক্রি করার প্রক্রিয়া চলমান আছে।

তিনি বলেন, 'হাওরাঞ্চল থেকে প্রায় শতভাগ ধান সংগ্রহ হয়ে গেছে। উত্তরাঞ্চল থেকে শতকরা ১০ ভাগ সংগ্রহ হয়েছে। অন্যান্য অঞ্চল থেকেও সংগ্রহ চলছে। সামগ্রিকভাবে শতকরা ৫০ থেকে ৬০ ভাগ সংগ্রহ হয়ে গেছে। ৩১শে আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ চলবে।'

এছাড়া সংশ্লিষ্ট কোনো পক্ষই যেন হয়রানির শিকার না হয়, তা খাদ্য মন্ত্রণালয় তদারকি করবে বলেও জানান মন্ত্রী।

সারাদেশে শুরু হয়েছে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান। তবে হাওরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় ধানকাটা প্রায় শেষদিকে হওয়ায় মধ্যস্বত্বভোগীরা বেশি লাভবান হবে দাবি কৃষকদের।

লক্ষ্যমাত্রা অনুযায়ী, আসন্ন বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল ১ লাখ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহ করা হবে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা।

উল্লেখ্য, ২০২৩ সালে ধান-চালের সংগ্রহ মূল্য ছিল ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা।