অপরাধ ও আদালত
0

সুনামগঞ্জে কৃষক হত্যা মামলায় আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ সদর উপজেলা সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের কৃষক শুকুর আলী হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) দুপুরে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এই মানববন্ধন করেন নিহতের পরিবার ও স্বজনরা।

এ সময় বক্তব্য রাখেন নিহতের ছেলে আশরাফ আলী, স্ত্রী ফাতেমা খাতুন, প্রতিবেশি আম্বিয়া আক্তার।

মানববন্ধনে নিহতের পরিবার দাবি করেন, দীর্ঘদিন ধরে আদালত আর থানায় ধরনা দিয়েও কোনো ধরনের প্রতিকার পাচ্ছেন না তারা। শুকুর আলী হত্যার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসছে। মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদান করাসহ হয়রানির অভিযোগ করে হত্যাকারীদের ফাঁসি দাবি নিহতের স্বজনদের।

উল্লেখ্য, জমিতে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে ২০২৩ সালের ২৮ মার্চ প্রতিপক্ষের হামলায় নিহত হন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের শুকুর আলী। এই ঘটনায় প্রতিবেশি ময়না মিয়াসহ সাতজনকে আসামি করে মামলা করেন নিহতের ছেলে আশরাফ আলী।

এসএস