এশিয়া
বিদেশে এখন
0

১১ দিনের সংঘাত শেষে পাকিস্তানের কুররাম অঞ্চলে অস্ত্র বিরতি

পাকিস্তানের কুররাম অঞ্চলে ১১ দিনে প্রাণহানি ১৩০ ছাড়ানোর পর অস্ত্র বিরতিতে সম্মত হলো সংঘাতে জড়িত পক্ষগুলো। রোববার জেলা প্রশাসকের বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিনও সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে ছয়জনের, আহত হন আটজন। উত্তরপশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জাতিগত সহিংসতায় এ নিয়ে আহত প্রায় ২শ' মানুষ।

যদিও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য কঠোর প্রহরায় এদিন পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। গেলো ২১ নভেম্বর একটি গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় অর্ধশতাধিক প্রাণহানির ঘটনায় আলিজাই ও বাগান আদিবাসীদের মধ্যে শুরু হয় এ সংঘাত। যদিও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

সুন্নি ও শিয়াদের মধ্যে অস্ত্রবিরতি সত্ত্বেও পরিস্থিতি থমথমে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গেলো সপ্তাহে একটি অস্ত্রবিরতিতে মধ্যস্থতার পর অল্প সময়েই ফের সহিংসতা শুরু হয়।

পাকিস্তান সুন্নি মুসলিম অধ্যুষিত দেশ হলেও কুররাম দেশটির একমাত্র অঞ্চল যেখানে শিয়াদের আধিপত্য। জমি নিয়ে বিতর্কের জেরে গেলো জুলাই মাসে দেশটিতে শিয়া-সুন্নি বিভেদ চরমে ওঠে।

এএইচ