চলতি মৌসুমে চ্যালেঞ্জ কাপে শুরুতে এগিয়ে থেকেও বসুন্ধরা কিংসের কাছে হেরে যায় মোহামেডান। এ হারের জন্য সমর্থকদের ছোড়া ধোয়াকে দায়ী করেছিলেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ।
এরপর মোহামেডান সেদিনের ঘটনা বিস্তারিত উল্লেখ করে চিঠি দেয় বাফুফেতে। যেখানে, বসুন্ধরা কিংস সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ এনে নিরাপত্তাহীনতার কারণে কিংস অ্যারেনায় আর খেলবে না বলে জানায় ক্লাবটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতে এসে ঐতিহ্যবাহী ক্লাবটির অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন বসুন্ধরা কিংস সভাপতি।
বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমার কাছে যেটা মনে হয় সেটা হাস্যকর অভিযোগ। দর্শক অনেক কিছু হয়ে দেখে। সেজন্য মাঠে গিয়ে খেলবো না সেটা আসলে আমরা আমলে নিচ্ছি না।’
তবে, বসুন্ধরা কিংস সভাপতি বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও, শেষ পর্যন্ত এর সুরাহা হবে বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায়। তখনই বোঝা যাবে, মোহামেডানের অভিযোগে কোনো ভিত্তি আছে কিনা
এদিকে, সম্প্রতি বসুন্ধরা কিংস নিয়ে ফেসবুকে পোস্ট করেন ক্লাবটির সাবেক অধিনায়ক রবসন রবিনিয়ো। সেখানে, কিছু ব্যক্তি ক্লাবকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ তার। এমনকি ক্লাব থেকে ৮ মাস বেতন পাননি বলেও উল্লেখ করেন সেই পোস্টে। আজ (শুক্রবার, ২৯ নভেম্বর) এ নিয়েও ব্যাখ্যা দিয়েছেন কিংসের শীর্ষ কর্তা।
বসুন্ধরা কিংস সভাপতি বলেন, ‘বসুন্ধরা কিংসের সাবেক অধিনায়ক রবসন রবিনিয়ো চুক্তি ছিল নভেম্বর পর্যন্ত। তাকে বার বার তাগাদা দেয়ার পরেও সে আমাদের বাংলাদেশে খেলেনি। সে জুলাই মাস থেকে এখানে অনুপস্থিত। সে যেহেতু দেশে নেই বেতন বকেয়া তো পড়বেই। ফিফার কাছে চিঠি লিখবো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।’
গেল কয়েক মৌসুম বসুন্ধরা কিংসের হয়ে ক্যারিয়ারের দারুণ সময় পার করেছেন রবসন রবিনিয়ো। করপোরেট ক্লাবটিকে শিরোপা জেতাতে বড় ভূমিকা ছিল এ উইঙ্গারের।