আজ (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ইসকন নিষিদ্ধ চেয়ে করা আবেদনের শুনানি হয়। শুনানিতে আদালত এসব কথা বলেন।
গতকাল (মঙ্গলবার, ২৭ নভেম্বর) চট্টগ্রাম আদালত চত্বরে এপিপি সাইফুল ইসলাম হত্যার ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে। গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জনকে।
আদালত বলছেন, কারো যেন ক্ষতি না হয় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। দেশে ধর্মীয় সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না মন্তব্য করে হাইকোর্ট জানান, ইসকন নিষিদ্ধে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।
হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ জানান, ইসকন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যায় তিনটি মামলা দায়ের হয়েছে।
হাইকোর্টসহ নিম্ন আদালতে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। নিম্ন আদালত ও ট্রাইব্যুনালের স্বাভাবিক পরিবেশ রেখে বিচার কাজ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।