গেল কয়েক মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে একক আধিপত্য করা ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমে যেন পথ হারিয়েছে। টানা চার পরাজয়ের পর ঘরের মাঠে টটেনহ্যামের কাছেও পাত্তা পায়নি গার্দিওলার দল।
সিটিজেনদের জালে ৪ গোল দেয়ায় নায়ক স্পার্স মিডফিল্ডার জেমস মেডিসন। ম্যাচের ১৩ মিনিটে প্রথম দলকে এগিয়ে নেন এই ইংলিশ ফুটবলার। ২০ মিনিটে লিড দ্বিগুণ করেন তিনি।
প্রথমার্ধে সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি কোনো দল। তবে বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে স্পার্সের হয়ে তৃতীয় গোলটি করেন পেদ্রো পোরোর। এছাড়া ৯৩ মিনিটে শেষ গোলটি পান ব্রেনান জনসন।
এ নিয়ে ইতিহাদে টানা ৫২ ম্যাচে অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পেল সিটিজেনরা। এই হারে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে ম্যানসিটি।
এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চেলস্যার অবস্থান সেরা তিনে। অন্যদিকে ছয়ে থাকা টটেনহ্যামের পয়েন্ট ১২ ম্যাচে ১৯।