আজ (শনিবার, ২৩ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে রাষ্ট্র সংস্কারে দলটির প্রস্তাবনা তুলে ধরেন এনডিএম চেয়ারম্যান।
সেইসাথে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের পদধারী কেউ যেন বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের প্রার্থী হতে না পারে সে দাবিও জানান।
ববি হাজ্জাজ বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করা অসম্ভব। তাই সংবিধানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিধান অন্তর্ভুক্তি করতে হবে।’
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখাসহ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রধান নির্বাচন কমিশনারকে সুপার প্রাইম মিনিস্টার ভূমিকায় রাখতে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়ন করার দাবিও জানান এনডিএম চেয়ারম্যান।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সুপারিশ ব্যতীত নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ দেয়ার ব্যবস্থা চালু করা প্রয়োজন।’