বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক-শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকার প্রতি সম্মান জানাতে এই আলোচনা সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি।
সভায় তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মত রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনে সকলের অংশগ্রহণ প্রয়োজন।’
অনুষ্ঠানে আন্দোলনের সময়ের স্মৃতিচারণ করেন বক্তারা। এসময় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘ক্রীড়াঙ্গণের মত চিকিৎসা খাতকেও রাজনীতির বলয়ে আটকে দেয়া হয়েছিলো।’
ভবিষ্যতে পেশাজীবীরা যাতে লেজুড়বৃত্তিক কর্মকাণ্ডের সঙ্গে না জড়ান সে বিষয়েও জানান তিনি।
জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল তথ্য-স্মৃতি সংরক্ষণ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বৈষম্য দূর করে সুন্দর দেশ বিনির্মাণে প্রত্যেকের নিজ অবস্থান থেকে সহযোগিতা প্রয়োজন।’