উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

মার্কিন অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নাম প্রত্যাহার করলেন ম্যাট গায়েৎজ

তুমুল বিতর্কের মুখে আট দিনের নাটকীয়তা শেষে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ম্যাট গায়েৎজ। বিচার বিভাগের নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে প্যাম বন্ডাইকে। ম্যাট নাম প্রত্যাহার করায় স্বস্তিতে মার্কিন আইনপ্রণেতারা। এদিকে যৌন নির্যাতনের অভিযোগে পিট হেগসেথের বিরুদ্ধে বিতর্ক তুঙ্গে। তবে প্রতিরক্ষা দপ্তরের নতুন প্রধানের দাবি, অভিযোগের সুরাহা আগেই হয়ে গেছে।

এক সপ্তাহ আগে ম্যাট গায়েৎজকে মনোনীত করা হয় ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে। চমক দিতে গিয়ে বিচারবিভাগের শীর্ষ পদে এমন এক ব্যক্তিকে বেছে নেন নতুন মার্কিন প্রেসিডেন্ট, যিনি কখনো প্রসিকিউটর হিসেবেও কাজ করেননি। এমনকি বিচার বিভাগ সামলানোর অভিজ্ঞতাও নেই তার। তবে সবচেয়ে বেশি সমালোচনা হয় কারণ তার বিরুদ্ধে রয়েছে যৌন কাজের জন্য মানবপাচার, নারীদের সঙ্গে অসদাচরণ ও মাদক গ্রহণের অভিযোগ।

তুমুল বিতর্কের মুখে ৮ দিনের মাথায় নিজের নাম প্রত্যাহার করে নিলেন ম্যাট। কয়েকঘণ্টা না যেতেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে প্যাম বন্ডাইকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ৫৯ বছর বয়সী রিপাবলিকান এই নারী এর আগে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব সামলেছেন। পাশাপাশি প্রথমবারের মতো অভিশংসনের বিচারের সময় ট্রাম্পের পক্ষে আইনি লড়াইয়েও ছিলেন তিনি। গায়েৎজের নাম প্রত্যাহারের খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন আইন প্রণেতারাও।

এ বিষয়ে এক আইনজীবী বলেন, ‘আসলে এই সিদ্ধান্ত থেকে আমরা ইতিবাচকতার দিকে যাচ্ছি বলে মনে হচ্ছে। অবশ্যই এটি স্বস্তির বিষয়। নিজের নাম প্রত্যাহারের মাধ্যমে তিনি মহৎ ও সম্মানজনক কাজ করেছেন।’

বিতর্ক শুরু হতে পারে ট্রাম্পের প্রতিরক্ষা দপ্তরের মনোনয়ন নিয়েও। ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ায় যৌন নির্যাতনের অভিযোগে নতুন প্রতিরক্ষামন্ত্রীর পিট হেগসেথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক নারী। ৭ বছর পর অভিযোগটি ফের সামনে আসায় শুরু হয়েছে বিতর্ক। তবে আগেই বিষয়টি সুরাহা হয়ে গেছে বলে দাবি পিট হেগসেথের।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘গণমাধ্যমগুলো শুধু শুধু উদ্বিগ্ন হচ্ছে। এটি খুবই সোজা বিষয়। অভিযোগের সম্পূর্ণ তদন্ত হয়। শেষে আমাকে বেকসুর খালাস দেয়া হয়েছিল।’

এদিকে অবৈধ অভিবাসীদের নির্বাসনে পাঠানোর জন্য দক্ষিণ টেক্সাসের ১৪শ একর এলাকা চূড়ান্ত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্টার কাউন্টিতে বিশাল এই এলাকা ব্যবহারের জন্য ট্রাম্প প্রশাসনের কাছে চিঠি পাঠান অঙ্গরাজ্যটির জেনারেল ল্যান্ড কমিশনার ডন বাকিংহাম।

এএম