ইসরাইলি বিমান হামলায় লেবাননের নারী ফুটবলার আহত

ফুটবল
এখন মাঠে
0

ইসরাইলি বিমান হামলায় আহত হয়েছেন লেবানন নারী অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার সেলিন হায়দার। লেবাননের ১৯ বছর বয়সী সেলিন হায়দার এখন কোমায় আছেন।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ইনডিউসড কোমা। শনিবার ইসরায়েলি বিমান হামলায় মারাত্মক আহত হন সেলিন। জীবন বাঁচাতে তাকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছে।

তার আভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ আছে। রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর চিয়াহতে শার্প নেলের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন লেবানন অনূর্ধ্ব-২০ দলের এই ফুটবলার।

গেল বছর গাজায় হামলা শুরুর পর থেকে ফিলিস্তিন ও লেবাননের বেশ কজন ফুটবলার আহত হয়েছেন।

এএইচ