অপরাধ ও আদালত
0

হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের দুইদিনের রিমান্ড

হবিগঞ্জের চুনারুঘাটে ছাত্র আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (বৃহস্পতিবার, ২১ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলত ১ এর বিচারক কামরুল হাসান এ আদেশ দেন। এসময় এজলাস থেকে নেমে কান্না ভেঙে পরেন সাবেক এই সংসদ সদস্য।

হবিগঞ্জ আদালতের এপিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম জানান, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ছাত্র-জনতার ঢল নামে। এ সময় ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়।

এ ঘটনার পর গত ১১ সেপ্টেম্বর উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দিন বাদী হয়ে ব্যারিস্টার সুমনসহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।

সেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আজ বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এএইচ