অনুষ্ঠানে প্রধান অতিথি কোর্সে অংশগ্রহণকারী সকল দেশি ও বিদেশি কোর্স মেম্বারগণকে সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং কোর্সের সাথে সম্পৃক্ত সকল ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসারগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী সশস্ত্রবাহিনী, বেসামরিক প্রশাসন ও বিদেশি কোর্স মেম্বারদের পক্ষ থেকে সিনিয়র কোর্স মেম্বারগণ বক্তব্য প্রদান করেন। কোর্স কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য তারা কলেজ কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ।
চলতি বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে ৪৬ জন, বেসামরিক প্রশাসনের ১৬ জন এবং বন্ধুপ্রতীম ১৮টি দেশের ৩৩ জনসহ সর্বমোট ৯৫ জন কোর্স মেম্বার ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪ এ অংশগ্রহণ করেন। অপর দিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে ৫৫ জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪ সম্পন্ন করেন। —প্রেস বিজ্ঞপ্তি