অপরাধ ও আদালত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপিসহ ৮ কর্মকর্তাকে

জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ ৮ জন সাবেক পুলিশ কর্মকর্তাকে আজ (বুধবার, ২০ নভেম্বর) সকাল ১০টা ১৭ মিনিটে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসামিদের আরো যারা রয়েছে, তারা হলেন-যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার  শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন।

চিফ প্রসিকিউটর  অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, নিয়মিত হাজিরা দিতেই ট্রাইব্যুনালে আনা হয়েছে তাদের, এজলাসে আছেন আসামিদের আইনজীবী ও পরিবারের সদস্যরা। 

গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দেন।

ইএ