দেশে এখন
0

৪০তম এএসপি ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

রাজশাহীর সারদায় দ্বিতীয় দফায় স্থগিত করা হলো ৪০তম ব্যাচের এএসপি ক্যাডেট ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ। তৃতীয় দফায় অব্যাহতি দেয়া হলো আরও তিন এসআইকে।

সারদা পুলিশ অ্যাকাডেমির মিডিয়া উইং থেকে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে সোমবার (১৮ নভেম্বর) তৃতীয় দফায় ওই তিন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে বিষয়টি আজ (মঙ্গলবার, ১৯ নভেম্বর) সকাল থেকে সকলে জানতে পারেন।

এর আগে ২২ অক্টোবর ২৫২ জন এবং ৪ নভেম্বর একই ব্যাচের ৫৮ জনকে অব্যাহতি দেয়া হয়। এখন পর্যন্ত ৪০তম ব্যাচের ৮০৪ জন প্রশিক্ষণার্থী এসআইদের মধ্যে অব্যাহতি দেয়া হলো ৩১৩ জনকে।

এর আগে গেল ২০ অক্টোবর ৪০তম ব্যাচের এএসপি ক্যাডেট ও এসআইদের সমাপনী কুচকাওয়াজের আয়োজন করা হয়।

সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পুলিশের ৪০তম ব্যাচে পদধারী ছাত্রলীগ নেতাদের চাকুরি প্রসঙ্গ এনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন।

পরে ১৯ অক্টোবর রাতেই পুলিশের মিডিয়া উইং থেকে অনিবার্য কারণবশত ৪০তম ব্যাচের এএসপি ক্যাডেট ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত খবর দেয়া হয়। এবারে তারিখ নির্ধারণ না হওয়ায় আবারো ৪০তম ব্যাচের এএসপি ক্যাডেট ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হলো।

ইএ