কাল থেকে তিতুমীরের শিক্ষার্থীদের ক্লোজড ডাউন কর্মসূচি

0

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার থেকে ক্লোজড ডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। আজ (সোমবার, ১৮ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে আজকের দিনের কর্মসূচি সমাপ্ত করে নতুন কর্মসূচির ঘোষণা দেন।

প্রেস ব্রিফিংয়ের শুরুতে এ কর্মসূচির আওতায় রেলপথ অবরোধ থাকার ঘোষণা দিলেও জনদুর্ভোগ এড়াতে রেলপথ অবরোধ থেকে সরে আসে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা তিতুমীর কলেজের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বলেন, ‘তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে মঙ্গলবার সরকারের সঙ্গে বৈঠক রয়েছে।’

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা আরও বলেন, ‘বৈঠকের সময়ে শিক্ষার্থীরা কলেজ গেটে কর্মসূচি পালন করবে।’ আর দাবি পূরণ না হলে রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এএইচ