নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

.
দেশে এখন
0

হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৮ নভেম্বর) সকালে উপজেলার গয়াহরি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের নৃপেশ চন্দ্র দেব (৫৫) ও তার মা অনিতা রাণী দেব (৭৭)।

নিহত নৃপেশ দেবের মেয়ের জামাই আলাল মিয়া জানান, অনিমা রানী দেব ঘরের বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ছেলে নিপেশ দেব মাকে বাঁচতে ছুটে যান। তখন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

মা ও ছেলেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে।

এএইচ

BREAKING
NEWS
1