বিদায়ী সংবর্ধনায় কায়েসের কণ্ঠে ক্যারিয়ারের আক্ষেপ আর অপূর্ণতার সুর

ক্রিকেট
এখন মাঠে
0

নতুনদের সুযোগ করে দিতেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বিসিবির জনাকীর্ণ বিদায়ী সংবর্ধনার ইমরুল কায়েস জানিয়েছেন পছন্দের অধিনায়ক, কোচের নাম। পাশাপাশি তুলে ধরেছেন নিজের ক্যারিয়ারের আক্ষেপ আর দেশের হয়ে অর্জনের অপূর্ণতার কথা।

সাদা বলের ক্রিকেটে মিরপুরে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ম্যাচ, সেই মাঠেই এবার লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিলেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ইমরুল কায়েস। পেলেন বিদায়ী সংবর্ধনা।

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে বাঁহাতি এই ওপেনার। পর্যাপ্ত কিংবা প্রাপ্য সুযোগ পেয়েছেন কিনা সেটা নিয়ে বিতর্ক এখনো চলছে। প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইলেও উত্তরটা দিতেই হলো ইমরুলকে।

ইমরুল কায়েস বলেন, ‘অপরচ্যুনিটি যদি আমার ফ্লেক্সিবলের মতো হত তাহলে আমার ক্যারিয়ার ডিফারেন্ট হতে পারতো। আমিও জানতাম না খেলার পরে নেক্সট ম্যাচে থাকবো কিনা।’

৩৯ ম্যাচের ক্যারিয়ারে অনেক অধিনায়ক ও কোচের সান্নিধ্যে খেলেছেন কায়েস। তবে ইমরুলের কাছে সেরা সাকিব আল হাসান ও চন্ডিকা হাথুরুসিংহে। আর ওপেনার হিসেবে সবার ওপরে রাখেন তামিম ইকবালকে, যার সঙ্গে জুটি গড়ে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে সর্বোচ্চ রান এসেছে।

তিনি বলেন, ‘ওপেনার হিসেবে তামিমের সাথে আমি বেশি এনজয় করতাম। ভালো অধিনায়ক সাকিব। সাকিবের সময় আমি আমার রোলটা বুঝতে পেরেছিলাম। কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে প্রশ্নবিদ্ধ অনেকের কাছে তবে আমার কাছে সেরা কোচই মনে হয়।’

দেশের হয়ে অর্জনের ক্ষেত্রেও আক্ষেপ আছে ইমরুলের। অবশ্য সেটা আর বলার অপেক্ষা রাখে না। একটা বড় টুর্নামেন্ট ট্রফির আক্ষেপ যে পুরো বাংলাদেশের।

টেস্ট থেকে অবসর নিলেও সাদা বলের ক্রিকেট উপভোগ করতে চান ইমরুল কায়েস। ভবিষ্যতে আসতে পারেন ক্রিকেট কোচিংয়েও।

ইএ

শিরোনাম
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের, বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস; বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
You sent 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা, রয়েছে 'ফ্যাসিবাদের মুখাকৃতি'সহ ২১টি মোটিফ, অংশ নিয়েছেন ২৮টি জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে গান-আনন্দ শোভাযাত্রাসহ দেশজুড়ে নানা আয়োজন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন
ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি কারখানায় মার্কিন হামলায় নিহত কমপক্ষে ৬, আহত ২০
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের, বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস; বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
You sent 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা, রয়েছে 'ফ্যাসিবাদের মুখাকৃতি'সহ ২১টি মোটিফ, অংশ নিয়েছেন ২৮টি জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে গান-আনন্দ শোভাযাত্রাসহ দেশজুড়ে নানা আয়োজন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন
ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি কারখানায় মার্কিন হামলায় নিহত কমপক্ষে ৬, আহত ২০