বসনিয়াকে ৭-০ গোলে হারিয়ে রেকর্ড জয় জার্মানির

0

উয়েফা নেশনস লিগে রেকর্ড গড়া জয় পেল জার্মানি। বসনিয়াকে ৭-০ গোলে হারিয়েছে জুলিয়ান নাগেলসম্যানের দল। যা নেশনস লিগ ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। পাঁচ ম্যাচে চার জয়ে তাদের পয়েন্ট ১৩।

দলটির হয়ে জোড়া গোল করেছেন ভির্টৎস আর ক্লেইনডিয়েনস্ট। একটি করে গোল পেয়েছেন হাভার্টজ, জামাল মুসিয়ালা ও লেরয় সানে। একই দিনে জয় পেয়েছে নেদারল্যান্ডস। হাঙ্গেরির বিপক্ষে ডাচদের জয় ৪-০ গোল ব্যবধানে। ফলে গ্রুপ রানার্সআপ হয়েছে নেদার‌ল্যান্ডস।

পাঁচ ম্যাচে ২ জয় আর ২ ড্রতে দলটির পয়েন্ট ৮। নেশনস লিগের তৃতীয় গ্রুপে জার্মানি-নেদারল্যান্ডসের পরের অবস্থানে হাঙ্গেরি। পয়েন্ট টেবিলের তলানিতে আছে বসনিয়া।

ইএ