অন্য সব খেলা
এখন মাঠে
0

হেরে গিয়েও জিতেছেন কিংবদন্তী বক্সার মাইক টাইসন

বয়স নিতান্তই একটা সংখ্যা মাত্র! অদম্য মানসিক জোর আর দৃঢ় মনোবলে বারবার যেসকল লড়াকু মানুষ এই লাইনটা আওড়ানোর সুযোগ করে দেন তাদেরই একজন কিংবদন্তী বক্সার মাইক টাইসন। লম্বা বিরতির পর আবারো বক্সিং রিংয়ে ফিরে হেরে গিয়েও জিতেছেন, উৎসবের আমেজ এনেছেন বক্সিং রিংয়ে।

দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট! উপাধিটা আটান্ন বছর বয়সী কিংবদন্তী আমেরিকান বক্সার মাইক টাইসনের।

বক্সিং রিংয়ে তিনি রাফ অ্যান্ড টাফ আর রিংয়ের বাইরে খ্যাপাটে। আশির দশকে বক্সিংয়ের হেভি ওয়েট বিভাগে রাজত্ব করেছেন। রিংয়ের বাইরে বিতর্কে জড়িয়েছেন সমান তালে। জড়িয়েছেন নারী কেলেঙ্কারিতেও, খেটেছেন জেল। ১৯ বছর পর আবার যখন ফিরলেন তখনও সঙ্গী প্রতিপক্ষকে চড় মারার বিতর্ক, ম্যাচ হেরেছেন বটে তবে প্রত্যাবর্তনটাও হয়েছে উৎসবমুখর।

সময়ের ফেরে বেড়েছে বয়সের ভার। কমেছে গতি, ক্ষীপ্রতাও নেই আগের মত। তারপরেও সাতাশ বছরের তরুণ তুর্কী জ্যাক পলের বিপক্ষে টানা আট রাউন্ড লড়েছেন আটান্নতে পা দেয়া লৌহমানব মাইক টাইসন।

তবে বয়সের ভারে মন্থর টাইসন পেরে উঠেন নি, পলের কাছে ম্যাচ হেরেছেন ৮০-৭২, ৭৯-৭৩ ও ৭৯-৭৩ পয়েন্টের ব্যবধানে। যেটা তার ক্যারিয়ারে মাত্রই সপ্তম হার।

মুষ্টিযুদ্ধের কসরতে প্রত্যাবর্তন ম্যাচ সহ ৫৯ ম্যাচের পুরো ক্যারিয়ারে ৫০ জয়ের বিপরীতে মাইক টাইসনের হার মাত্র ৬টিতে। যার মধ্যে নক আউটেই প্রতিপক্ষকে কুপোকাত করেছেন চুয়াল্লিশ বার। এমন পরিসংখ্যান যেকোনো বক্সারের জন্য পরম আরাধ্যের। জিতে গিয়েও তাই টাইসনকে সর্বকালের সেরা হিসেবে অভিহিত করেছেন জ্যাক পল। ম্যাচের শুরুতেও মাথা নিচু করে জানিয়েছেন সম্মান।

এএইচ