শিকড়
সংস্কৃতি ও বিনোদন
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দিনব্যাপী নবান্ন উৎসব

গ্রামবাংলায় আমন ধান ঘরে তোলার ঐতিহ্যবাহী উৎসব নবান্ন। শহুরে জীবনেও নবান্ন পালিত হয় নানা আনুষ্ঠানিকতায়। সেই ধারাবাহিকতায় অগ্রহায়ণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দিনব্যাপি নবান্ন উৎসব উদ্‌যাপিত হচ্ছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে সর্বজনীন রূপ পেয়েছে ২৬তম জাতীয় নবান্ন উৎসব।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ২৬তম নবান্ন উৎসবে যোগ দেন নগরবাসী। জাতীয় নবান্নোৎসব উদ্‌যাপন পরিষদ এবারের আয়োজন উৎসর্গ করে কণ্ঠশিল্পী হাসিনা মমতাজকে।

মঞ্চে কবিতা, গান ও নাচের মোহনায় মিলিত হয়, বর্ণিল পরিবেশ। চারদিকেই ছোঁয়া পায় বাঙালিয়ানার। যান্ত্রিক জীবনকে পাশ কাটিয়ে নবান্নের উৎসবে শামিল হন সববয়সী মানুষ।

ভোরবেলায় সুর-তালের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে বকুলতলা। যেখানে সুরে ভাসান বাঁশিবাদক হাসান আলী।

এই বাদক শ্রোতাদের হৃদয়ে সুর গাঁথছেন ৫০ বছরেরও বেশি সময় ধরে। এবারের জাতীয় নবান্ন উৎসব শুরু তার বাঁশির সুরেই। জানালেন, আমৃত্যু বাঁধতে চান বাঁশির সুরকে।

এবারের আয়োজনে সারাদেশে ৭১টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেছে। যাদের মধ্যে পাহাড়ি শিল্পীগোষ্ঠীরও উপস্থিতি দেখা যায়।

মাঠে কষ্ট করা কৃষক ও বাঙালি হাজার বছরের সংস্কৃতি জিইয়ে রাখতেই এমন আয়োজনের কথা জানায় জাতীয় নবান্নোৎসব উদ্‌যাপন পরিষদ। সংগঠনটি বলছে, বহু চড়াই-উতরাই এলেও কখনো থামবে না এ আয়োজন।

বাঙালি সমাজকে ধারণ করা এমন আয়োজন সবসময় অব্যাহত থাকবে প্রত্যাশা নগরবাসীর।

এএম