পুলিশ জানায়, বুধবার রাজধানী ব্রাসিলিয়ায় স্থানীয় সময় সন্ধ্যায়, আদালতের অধিবেশন শেষে চত্বরের বাইরে পরপর দু'টি বিস্ফোরণ ঘটায় ঐ ব্যক্তি। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যদিও হামলাকারীর পরিচয় সম্পর্ক কোনো বিবৃতি দেননি তদন্তকারী কর্মকর্তারা। পাশাপাশি হামলার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের পরপরই বিচারকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ব্রাসিলিয়া ফেডারেল ডিস্ট্রিক্টের গভর্নর নিশ্চিত করেছেন, এরআগেও ঐ দুর্বৃত্ত কংগ্রেসের পার্কিং জোনে রাখা একটি গাড়িতে বোমা হামলার চেষ্টা করেছিল। যদিও এতে জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, বোমা হামলা আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ব্রাসিলিয়ায়। সুপ্রিমকোর্টের আশেপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।