ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ডের দিনে হারলো দ. আফ্রিকা

সেঞ্চুরিয়নে বিশ্বরেকর্ড গড়ার দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারিয়েছে সফরকারী ভারত।

সুপার স্পোর্ট পার্কে চার ম্যাচ টি-টোয়েটি সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে তিলক ভার্মার সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে ভারত। এ নিয়ে এক বছরে সর্বোচ্চ আটবার দুইশ রানের ঘর পার করল ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি স্বীকৃত ক্রিকেটেও প্রথম দল হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে সুরিয়া কুমার ইয়াদাভের দল।

পাহাড়সম রানের জবাবে ব্যাট করতে নেমে কোনো প্রোটিয়া ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। শেষদিকে প্রোটিয়া অলরাউন্ডার মার্কো ইয়ানসেনের ১৭ বলে ৫৪ রানের অসাধারণ ইনিংসও জয়ের জন্য যথেষ্ট হয়নি, পরাজয়ের ব্যবধানটাই কেবল কমেছে। এই জয়ে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

এএম