আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থী ও যুবকরা যাতে পড়াশোনার পাশাপাশি খেলায় ফিরতে পারে সে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। দেশে যে সকল স্টেডিয়াম রয়েছে তার অনেক গুলো সংস্কার করা প্রয়োজন। সেই স্টেডিয়ামগুলো সংস্কার করে ব্যবহার যোগ্য হিসেবে গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘বিসিবি আমাদের তালিকা দিয়েছে। সারা দেশের নয়টি স্টেডিয়ামে খুব কম সময় আন্তর্জাতিক খেলা হয়েছে। কয়েকটা আছে ২৬ বছর আগে আন্তর্জাতিক খেলা হয়েছে। সেগুলোকে ব্যবহার যোগ্য করা হবে।’
আসিফ মাহমুদ বলেন, ‘বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা গুলো পুনর্গঠন চলছে। তাদের জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে, প্রান্তিক পর্যায়ে খেলাধুলাকে পৌছে দেয়ার ব্যবস্থা করা হবে। আগের মত যেন খেলাধুলা চলে, তরুণ ও যুবকরা যাতে অংশগ্রহণ করতে পারে সেটিও নিশ্চিত করা হবে।’
তিনি সরকারি কর্মকর্তাদের উল্লেখ করে বলেন, ‘আমলাতন্ত্রটা জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলতো। আমরা মনে করি, তারা জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন। সেই সেবাটা যেন জনগণকে দেন। প্রভুত্বমূলক জায়গায় না থেকে জনগণের সাথে দূরত্ব কমিয়ে আনতে হবে। তথ্যের ঘাটতি এবং কর্মকর্তাদের যে পাওয়া যায় না এই বিষয় নিয়ে আমরা কাজ করবো।’