স্বাস্থ্য
দেশে এখন
0

হাসপাতালে গিয়ে বিক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা

সুচিকিৎসার দাবিতে সড়ক অবরোধ

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খবর নিতে হাসপাতালে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোরে জুলাই আন্দোলনে আহতদের খোঁজ নিতে যান তিনি। হাসপাতাল থেকে তিনি চলে যাওয়ার পরেও সুচিকিৎসার দাবি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আহতরা।

বুধবার সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোর পরিদর্শনে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এসময় জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে চিকিৎসাধীনদের স্বাস্থ্যসেবার খোঁজ খবর নেন তারা।

আহতদের চিকিৎসার খোঁজ নেয়ার সময়ই নিটোর ওয়ার্ডের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অসুস্থদের অনেকে দাবি তোলেন, সঠিক চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। এসময় বাইরে বের হলে স্বাস্থ্য উপদেষ্টাকে ঘিরে ধরেন আহতদের একাংশ।

হাসপাতাল থেকে নিজ গাড়ি রেখে অন্য একটি গাড়িতে বের হয়ে যান স্বাস্থ্য উপদেষ্টা। এসময় চিকিৎসাধীন রোগীরা নিটোর ভেতরে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সঠিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে নিটোর সামনে সড়কে এসে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউটে বৈষম্যবিরোধী আন্দোলনে চিকিৎসাধীন আহতরা।

প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনীর উপস্থিতিতেও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। আন্দোলনকারীরা বলেন, সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে সড়কে নেমেছেন তারা।

বিক্ষোভ থেকে আওয়ামী দুঃশাসনের সহযোগিতা কারীদের অন্তর্বর্তী সরকার থেকে বিতাড়িত করার আহ্বানও জানানো হয়।

এএইচ