সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে। সেই গোলাপী বলের টেস্ট ম্যাচের পর আর কোন ম্যাচেই সুযোগ পাননি টাইগার ক্রিকেটার। টেস্টে ৩৯ ম্যাচ খেলে ২৯ ইনিংসে ২৪.২৮ গড়ে করেছেন ১৭৯৭ রান। সেঞ্চুরি আছে ৩ টি, অর্ধশতক ৪ টি।
হঠাৎ আলোচনা থাকলেও দলে ডাক পাননি আর। অনেকটা আক্ষেপ থেকেই দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে অবসরের ঘোষণা দেন এই বামহাতি ওপেনিং ব্যাটার। ভিডিও বার্তায় তিনি বলেছেন ১৭ বছরের ক্যারিয়ারে এটি তার কঠিনতম মূহুর্ত। পরিবারের সাথে আলোচনা করেই নিয়েছেন চূড়ান্ত সিদ্বান্ত।
ভিডিও বার্তায় ইমরুল কায়েস বলেন, আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমার প্রথম শ্রেণির ক্রিকেটেরও সমাপ্তি করতে যাচ্ছি। এটি জীবনে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’
২০০৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে ইমরুল কায়েসের অভিষেক। জাতীয় দলে ডাক পাওয়ার আগেই তিনি ১৫টি প্রথম-শ্রেণির ম্যাচ ও ১৬টি একদিনের ম্যাচ খেলে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেন।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে অভিষেক টেস্টের পর এই ফরম্যাটে সব মিলিয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরুল কায়েস। ব্যাট থেকে এসেছে ১৭৯৭ রান। সেঞ্চুরি আছে তিনটি এবং হাফ সেঞ্চুরি চারটি। সর্বোচ্চ ইনিংস ১৫০ রানের। ব্যাটিং গড় ছিল মাত্র ২৪.২৮।