দেশে এখন
0

ঝালকাঠিতে কৃষকের বাজার 'স্বস্তি' উদ্বোধন

সবজি বাজারে সিন্ডিকেট ঠেকাতে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের স্বল্পমূল্যে সবজিসহ কৃষিপণ্য সরাসরি ক্রয়-বিক্রয় করতে ঝালকাঠি শহরে উদ্বোধন করা হয়েছে কৃষকের বাজার 'স্বস্তি'। এ বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোনো মধ্যসত্ত্বভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন।

আজ (বুধবার, ১৩ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে এ বাজারের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এখানে কৃষকের কাছ থেকে ক্রেতারা সরাসরি কৃষিপণ্য ক্রয় করতে পারছেন। বাজারের চেয়ে কম মূল্যে সবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে খুশী ক্রেতারা।

জেলা প্রশাসক জানান, কৃষক সরাসরি তার উৎপাদিত শাক-সবজি এ বাজারে নিয়ে আসছেন এবং ত্রেতারাও সরাসরি কৃষকের কাছ থেকে সেই সবজি কিনতে পারছেন। এখানে কোনো তৃতীয় পক্ষ নেই। এর ফলে কৃষকও ন্যায্যমূল্য পাচ্ছেন এবং ক্রেতারাও সঠিক দামে ক্রয় করতে পারছেন।

ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এ বাজারের আয়োজন করেছে।

এসএস