প্রবাস
0

সংগ্রামের চ্যালেঞ্জ নিয়ে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা

আর্থিক সচ্ছলতা আর কর্মের উদ্দেশে প্রতিবছর দেশ ছাড়ছেন লাখ লাখ বাংলাদেশি। সুন্দর ভবিষ্যতের আশায় বিদেশে ত্যাগ ও শ্রম দিয়ে যাচ্ছেন প্রবাসীরা। তবুও, অনেকের স্বপ্ন অধরাই থেকে যায়।

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় ১৫ লাখ। যাদের একটি বড় অংশই কাজ করছেন সাধারণ কর্মী হিসেবে। আর্থিক সচ্ছলতা ও উজ্জ্বল ভবিষ্যতের আশায় প্রবাস জীবনে পরিবার-পরিজন ছাড়া অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা।

মালয়েশিয়ার শ্রমবাজারের ঝুঁকিপূর্ণ, নোংরা ও কষ্টসাধ্য পাঁচটি খাতে নিয়োজিত আছেন বিদেশি শ্রমিকেরা। বাংলাদেশি কর্মীদের ৮০ শতাংশই কাজ করেন নির্মাণ শিল্পে। মালয়েশিয়ার পরিপাটি সুবিশাল দৃষ্টিনন্দন স্থাপনার প্রায় সবকটিতেই আছে বাংলাদেশিদের হাতের ছোঁয়া।

তবে, এতকিছুর পরও মানবেতর জীবনযাপন করছেন বহু প্রবাসী। মাস শেষে তারা যে অর্থ পান, তার প্রায় পুরোটাই পাঠিয়ে দেন দেশে পরিবারের কাছে। নিজেদের ভোগ-বিলাসের কথা যেন ভুলেই গেছেন তারা।

কর্মস্থলে দুর্ঘটনা বা রোগব্যাধিতে মারা গেলে প্রবাসীদের মরদেহ নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়ে তাদের পরিবার। মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচ বহন করতে হাত পাততে হয় মানুষের কাছে। জীবনের শেষ সময়ে কাছে পায় না পরিবারের সদস্যদের।

জীবনের সেরা সময়টা বিদেশে কাটিয়ে শেষ বয়সে বহু প্রবাসীকে ফিরতে হয় শূন্য হাতে। টাকা উপার্জন করে দেশে ফিরলেও কষ্ট তাদের পিছু ছাড়ে না।

প্রবাসীদের শ্রম আর ত্যাগের বিনিময়ে পাঠানো অর্থ ভালো কাজে বিনিয়োগ হোক। এমনটিই চাওয়া প্রবাসীদের।

এএম