আজ (মঙ্গলবার, ১২ নভেম্বর) সকালে প্রেসক্লাবে তাবলীগ ও ইজতেমা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ওলামা-মাশায়েখ বাংলাদেশ।
এ সময় বক্তারা জানান, কাকরাইল মসজিদে তারা শান্তিপূর্ণ অবস্থান চান, তারা কোনো সংঘাত চান না। তবে কোনোরকম উস্কানি দেয়া হলে সে পরিস্থিতির দায় সাদপন্থীদের নিতে হবে।
এ সময় এক প্রশ্নের জবাবে বক্তারা বলেন, সাদপন্থীদের সাথে তারা আলোচনায় বসতে রাজি আছেন যদি মাওলানা সাদ কান্ধলভী তার পূর্বের বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চান।
বক্তাদের দাবি সাদপন্থীরা সংঘাত সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্র করছে তবে জোবায়েরন্থীরা সব রকম সংঘাত মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।